নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছে ইডেন মহিলা কলেজের ছাত্রীদের একটি অংশ।
ইডেন মহিলা কলেজের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা কলেজের দিকে যেতে চাইলে নিউমার্কেটের ব্যবসায়ীরা বাধা দেন। ব্যবসায়ীদের বাধার মুখে ছাত্রীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। প্রায় শ খানেক ছাত্রী এ বিক্ষোভে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা তিনটার কিছু পরে ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে সড়কে বের হয় একদল ছাত্রী। মিছিলটি নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের দিকে যাচ্ছিলো। এ সময় নিউমার্কেটের ফটকের সামনে ব্যবসায়ী ও দোকানকর্মীরা মিছিলটির সামনে দাঁড়িয়ে যান। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ বাগ্বিতণ্ডা চলে। এরপর ছাত্রীরা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবস্থান নেন।
নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে ছাত্রীরা বিভিন্ন স্লোগান দেন। ঢাকা কলেজের ছাত্রদের ওপর হামলার বিচার চান তাঁরা। পুলিশের ভূমিকার সমালোচনা করেও তাঁরা স্লোগান দেন।
ইডেন কলেজের ছাত্রীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘স্ট্যান্ড উইথ ঢাকা কলেজ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘ঢাকা কলেজের ভাইদের কিছু হলে, ইডেন কন্যারা জ্বালাবে আগুন ঘরে ঘরে’ প্রভৃতি লেখা ছিলো।
বিকাল চারটার দিকে ইডেনের ছাত্রীরা নীলক্ষেত মোড় থেকে সরে যান।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের গতকাল সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে প্রথম দফায় সংঘর্ষ হয়। আজ মঙ্গলবার সকাল থেকে আবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত।