লাইসেন্স না পেয়ে পুলিশের মোটরসাইকেল সার্জেন্টের কাছে দিলেন শিক্ষার্থীরা।

লাইসেন্স না পেয়ে পুলিশের মোটরসাইকেল সার্জেন্টের কাছে দিলেন শিক্ষার্থীরা।
ডন প্রতিবেদন : লাইসেন্স দেখতে চেয়ে না পেয়ে পুলিশের মোটরসাইকেল আটকিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি সড়কে শিক্ষার্থীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে। ধানমন্ডির বিভিন্ন সিগন্যালে প্রাইভেটকার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করেছেন শিক্ষার্থীরা। এ সময় ধানমন্ডি জোনের ট্রাফিক কনস্টেবল শফিকুল ইসলামের মোটরসাইকেল থামিয়ে লাইসেন্স দেখতে চাওয়া হয়। তখন শিক্ষার্থীরা তাঁর কাছে লাইসেন্স পান নি। যদিও শফিকুল ইসলাম দাবি করেন, ছাত্ররা তাঁর কাছ থেকে লাইসেন্সসহ মোটরসাইকেলের সব কাগজ নিয়ে গেছেন। পরে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তেজগাঁওয়ের এডিসি রুবাইয়াত জামান যান। তিনি ছাত্রদের বলেন, তাঁর লাইসেন্স আছে কি-না, তা পরীক্ষা করে দেখা হবে। যদি তাঁর লাইসেন্স না থাকে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।