শিক্ষককে ফেলে দিয়ে তাঁর ওপর দিয়েই চালানো হলো বাস!

শিক্ষককে ফেলে দিয়ে তাঁর ওপর দিয়েই চালানো হলো বাস!
ডন প্রতিবেদক, চট্টগ্রাম : অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চালকের সহকারী, আর তাঁর ওপর দিয়েই বাস চালিয়ে নেন চালক। এতে ওই শিক্ষকের হাত, পা ও মুখে মারাত্মক জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় শনিবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রহমত উল্লাহর সহকর্মীরা জানান, তিনি সদরঘাট এলাকার পিটিআইয়ের (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণার্থী। অক্সিজেন এলাকার বাড়ি থেকে পিটিআইয়ে আসা-যাওয়া করতেন তিনি। পিটিআই যাওয়ার উদ্দেশেই তিনি শনিবার সকালে ওই বাসে উঠেন। বাসের সহকারী ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন বলেই জানান তাঁরা।