দেশ পরিচালনায় মূল বিষয়গুলো ভুলে গেলে চলবে না : কালাম আঝাদ

দেশ পরিচালনায় মূল বিষয়গুলো ভুলে গেলে চলবে না : কালাম আঝাদ

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : আমরা প্রশাসনে নতুন করে লোকবল পদায়ন বা পদোন্নতি দিতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ লোকদের বাদ দিচ্ছি। যাঁদের আন্দোলন সংক্রান্ত কোনও বিষয়ই ছিলো না। যেমন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামানকে বাদ দিয়ে বাধ্যতামূলক অবসর দেওয়া। এমন করলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ আসাদুজ্জামান জঙ্গিবাদ দমন বিষয়ে অনেক যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। আর জঙ্গিবাদের উত্থান ঘটলে কিন্তু বর্তমান সরকারকেই তা নিয়ন্ত্রণ করতে হবে। একইসঙ্গে দেশ পরিচালনা করতে গিয়ে মানুষের মৌলিক অধিকারগুলোর দিকে নজর দিন। দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে জোর উদ্যোগ নিন। বর্তমানে দেশে বন্যা শুরু হয়েছে। এ অবস্থায় বন্যার্তদের পাশে ভালোভাবে দাঁড়ান এবং এ ব্যাপারে যথাযথ ও সুন্দর ভূমিকা পালন করতে হবে সরকারকে। ছাত্ররা এখন মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মানবিকতা সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আর ভারত পানি ছেড়ে দিয়েছে নাকি আপনা-আপনি পানি চলে এসেছে, সে বিতর্কে যাবো না। তবে এখন থেকে বাংলাদেশে পানি ছাড়ার ব্যাপারে তাঁদেরকে অধিকতর সতর্ক হতে হবে। কারণ আমাদের যেমন ভারতকে প্রয়োজন রয়েছে। তেমনি ভারতেরও আমাদের প্রয়োজন রয়েছে। আসুন, আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর ও স্থিতিশীল দেশ গড়ি। না হয় ভূ-রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবেই অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। আরও একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশকে আমাদের অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, সুষম উন্নয়নের এবং দুর্নীতিমুক্ত।