শ্রেণিকক্ষে ময়লা : অধ্যক্ষ ও তদারক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ

শ্রেণিকক্ষে ময়লা : অধ্যক্ষ ও তদারক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ
ডন প্রতিবেদন : রাজধানির আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি একটি শ্রেণিকক্ষে গিয়ে ময়লা দেখতে পান। এ কারণে পরে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাছিবুর রহমান এবং তদারকির দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা সেলিনা হোসেনকে তিনি সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে রবিবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন। এদিনই দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করা হলে, তার কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের যাঁরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিন ওই অনুষ্ঠান উদ্‌যাপন না করেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তখনও অন্য কোনও প্রতিষ্ঠান বন্ধ করা হয় নি। এক্ষেত্রে ইউনিসেফ ও ইউনেসকো বলছে, যে কোনও ব্যাপারে বন্ধের সময় শিক্ষাপ্রতিষ্ঠান সবার পরে এবং খোলার সময় সবার আগে খুলতে হয় শিক্ষাপ্রতিষ্ঠান।