শতকের ঠিক আগে মুশফিকের আউট নিয়ে সমালোচনা।

শতকের ঠিক আগে মুশফিকের আউট নিয়ে সমালোচনা।
ডন প্রতিবেদন : টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত চারবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন মুশফিকুর রহিম। এরমধ্যে তিনবারই চট্টগ্রামের এই স্টেডিয়ামে। ৪র্থ বারটি হলো আজ শনিবার (২৭ নভেম্বর)। ফাহিম আশরাফের রাইজিং ইনসুইঙ্গার ডিফেন্ড করতে গিয়ে পরাস্ত হন মুশফিক। ব্যাট অতিক্রম করে বল রিজওয়ানের গ্লাভসে পৌঁছলে কট বিহাইন্ডের আপিল করেন ফিল্ডারেরা। তখন আম্পায়ার আউট দিয়ে দেন। কিন্তু আউটের সিদ্ধান্ত মুশফিক মেনে নেন নি। রিভিউ নেন। রিভিউতে দেখা গেছে, আলট্রা অ্যাজে টাচের স্পাইক স্পষ্ট। কিন্তু বল ব্যাটে আসার আগেই এমন স্পাইক ছিলো। এবং তখন ব্যাট লেগেছিলো প্যাডে। আর ব্যাটের এই প্যাডে লাগা যতো বেশি হয়েছে, ততোই আল্ট্রা অ্যাজ বেড়েছে। সবমিলিয়ে যখন বল ব্যাটের কাছে আসার আগেই আল্ট্রা অ্যাজ ছিলো, তখন মুশফিকুর রহিমকে আউট দেওয়া নিয়ে হচ্ছে সমালোচনা। এমন দুঃখজনক আউটে ৯১ রানে বিদায় নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আর বাংলাদেশ সব উইকেট হারিয়েছে করেছে ৩৩০ রান। এখন ব্যাট করছে পাকিস্তান। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৪টা ২ মিনিট) পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে করেছে ১১৩ রান। ওভার গিয়েছে ৪৪টি। https://www.youtube.com/watch?v=17hsE9mLDAk