কুমিল্লায় ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লায় ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ডন প্রতিবেদক, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পিকআপের সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। রবিবার (২৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার (২৮ আগস্ট) দিনগত রাত সোয়া ২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিংয়ের পাশে এ সংঘর্ষ ঘটে। তবে এতে কেউ হতাহত হন নি। জানা গেছে, চট্টগ্রামগামি মহানগর এক্সপ্রেস দিনগত রাত সোয়া ২টার দিকে নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরিতে কুমিল্লা থেকে ছেড়ে যায়। তিন-চার মিনিট পর রেলক্রসিংয়ের পাশে এলে দাঁড়িয়ে থাকা একটি সবজিবাহি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে লাইন ক্লিয়ার হয়ে গেলে পৌনে ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।