যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসি আটক

যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসি আটক
ডন সংবাদদাতা, শাহারুল ইসলাম ফারদিন, যশোর : যশোরের বেজপাড়া এলাকার আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজ (১৯) নামে এক তরুণকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) খান মাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৩ আগস্ট) গভির রাতে যশোর শহরের বেজপাড়া ফুড গোডাউনের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আলী রাজ বিশ্বাস দেখিয়ে দেওয়ার পর তার বাড়ির রান্নাঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক রাজের বাবা মিরাজ বিশ্বাস। এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটক আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজ শহরের বেজপাড়া এলাকার বহুল আলোচিত সন্ত্রাসি। তার বিরুদ্ধে থানায় এর আগেও চাঁদাবাজি, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে সে তাদের রান্নাঘরের কয়লার বস্তার নিচ থেকে অস্ত্রগুলো বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ উল্লেখ্য, গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক বাঁশপট্টি (প্যারিস রোড) রোডে সোহানুজ্জামান সাগর (২২) নামে এক ব্যক্তিকে সন্ত্রাসিরা চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিক চিকিৎসার জন্যে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর এ ঘটনায় তদন্তে নেমে ঘটনারসঙ্গে জড়িত থাকার অভিযোগে হিটার রাজকে আটক করা হয়।