ঢাকায় খাসি বিপ্লবী তিরৎ সিংয়ের ভাস্কর্য উন্মোচন
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর যোদ্ধা খাসি বিপ্লবী উ তিরৎ সিংয়ের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে ঢাকায়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এ ভাস্কর্য উন্মোচন করেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধর এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
‘খাসি পাহাড়ের বীর’ তিরৎ সিং ১৮২৯ সালে শুরু হওয়া ব্রিটিশ বিরোধী খাসি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে সিলেটকে যুক্ত করে ব্রিটিশদের একটি সড়ক নির্মাণের বিরুদ্ধে বিদ্রোহে নামে খাসি জনগোষ্ঠী। এরপর ইংরেজ-খাসি যুদ্ধ চলার মধ্যে ১৮৩৩ সালে তাঁকে গ্রেপ্তার করে পাঠানো হয় ঢাকা কারাগারে।
মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধর এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ধানমন্ডি’র ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে উ তিরৎ সিংয়ের ভাস্কর্য উন্মোচন করেন।
বন্দি থাকাবস্থায় ১৮৩৫ সালের ১৭ জুলাই তিনি মারা যান। তাঁর মৃত্যুদিনকে ‘তিরৎ সিং দিবস’ হিসেবে পালন করা হয়।
ভারতের এখনকার মেঘালয় রাজ্য ঔপনিবেশিক আমলে ‘খাসি হিলস’ নামে পরিচিত ছিলো। সেখানকার নংখলাও অঞ্চলে ১৮০২ সালে জন্মগ্রহণ করেন উ তিরৎ সিং।
ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে তিরৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেঘালয়ের উপ-মুখমন্ত্রী বলেন, খাসি জনগোষ্ঠীর অপ্রতিরোধ্য চেতনার প্রতীক হয়ে উঠেছিলেন তিরৎ সিং। যে ঢাকায় তিনি শহিদ হয়েছেন, সেখানে তাঁর ভাস্কর্য উন্মোচন ‘খাসি পাহাড়ের বীরের’ প্রতি যথাযথযোগ্য সম্মান প্রদর্শনেরই অংশ।
হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ঔপনিবেশিক নির্যাতনের বিরুদ্ধে তাঁর সাহসিকতা ও নিজের জনগণের স্বাধীনতার জন্য নিঃস্বার্থ সাধনার প্রকাশ হয়ে থাকবে তিরৎ সিংয়ের এই ভাস্কর্য।
এই ভাস্কর্য মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক নৈকট্যেরও প্রকাশ হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।