সারাদেশে যুবদলের বিক্ষোভ-সমাবেশ।

সারাদেশে যুবদলের বিক্ষোভ-সমাবেশ।
ডন প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবারের (২৫ নভেম্বর) ওই কর্মসূচিতে ঝালকাঠিতে পুলিশি বাধায় সমাবেশ করতে পারে নি যুবদল। জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা শহরের পূর্বচাঁদকাঠি দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ তাঁদের ফিরিয়ে দেয়। এ সময় পুলিশি বাধার নিন্দা জানিয়ে বক্তারা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান। বরিশালে যুবদলের তিনটি ইউনিট আলাদা বিক্ষোভ-সমাবেশ করেছে। তবে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ সবগুলোই আটকে দেয়। খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। মিছিলটি শহরে রেল স্টেশনের সামনে থেকে শুরু করে খানজাহান আলী রোড হয়ে শান্তিধাম মোড়ে গিয়ে শেষ হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল বিক্ষোভ-সমাবেশ করেছে। এ সময় বক্তারা খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেই জানান। বরগুনা জেলা যুবদলও বিক্ষোভ-সমাবেশ করেছে। নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।