সড়কে নেমে শিক্ষার্থীদের লাল কার্ড। কাল অন্য রকম প্রতিবাদ।

সড়কে নেমে শিক্ষার্থীদের লাল কার্ড। কাল অন্য রকম প্রতিবাদ।
ডন প্রতিবেদন : সড়কে দুর্নীতির বিরুদ্ধে রামপুরা ব্রিজে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। নতুন কর্মসূচি অনুযায়ী, শিক্ষার্থীরা কাল রবিবার (৫ ডিসেম্বর) সড়কের অব্যবস্থানারসঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন। আজ শনিবার (৪ ডিসেম্বর) বেলা সোয়া একটার দিকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে আসেন শিক্ষার্থীরা। সেখানে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শেষে তাঁরা নতুন কর্মসূচির ঘোষণা দেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া সোহাগী সামিয়া বলেন, ‘কাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করবো। মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনারসঙ্গে যাঁরা সংশ্লিষ্ট, তাঁদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করবো।’ ‘এ ছাড়া আমাদের অভিভাবকসহ সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, কালকের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।’ এর আগে দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজে মানববন্ধন করে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ নামের একটি সংগঠন। ৯ দফা দাবিতে কাল শাহবাগ থেকে প্রতীকী লাশ নিয়ে মিছিল করবে তাঁরা।