সীতাকুণ্ডের ডিপোতে আগুন : ৯ ফায়ার ফাইটারসহ ৪৫ জনের মরদেহ উদ্ধার।

সীতাকুণ্ডের ডিপোতে আগুন : ৯ ফায়ার ফাইটারসহ ৪৫ জনের মরদেহ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৮টা) ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

এ ছাড়া গুরুতর আহত ১৫ ফায়ার সার্ভিসের কর্মীকে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বাঙলা কাগজ ও ডনকে জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় সকালে খবর আসে আমাদের ৫ জন কর্মী মারা গেছেন। দুপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন হয়। সর্বশেষ খবর অনুযায়ী, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে কাজ করতে আরও একজন ফায়ার ফাইটার মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সবমিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

‘এ ছাড়া ১৫ জন ফায়ার সার্ভিসের কর্মী গুরুতর আহত অবস্থায় সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আরও ৪ শতাধিক সাধারণ মানুষ চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অনেকের অবস্থাও খারাপ।’

উল্লেখ করা যেতে পারে, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাতে আগুন লাগার পর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সবশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এ ছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন। পাশে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।