লালমনিরহাটে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

লালমনিরহাটে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ ও ডন; শাহজাহান সুমন, লালমনিরহাট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে লালমনিরহাটে ওই বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়।

লালমনিরহাট জেলা বিসিকের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বিসিক উদ্যোক্তাদের নিয়ে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় হয়ে কালেক্টরেট মাঠে এসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক এহেছানুল হকের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, পিএএম জেলা কমান্ডার মইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার মেছবাহ উদ্দিন আহমেদ, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু।

উল্লেখ করা যেতে পারে, লালমনিরহাটের সহ-সভাপতি নাসিব এনামূল হক টিপুর সঞ্চালনায় ১০ দিনব্যাপী মেলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আর বিসিকের ৪৫টি স্টলে কেনাকাটার সুযোগ রয়েছে।