রমনার বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব।

রমনার বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার (১৫ এপ্রিল) কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানান, শফিকুল ইসলাম ভৈরব আত্মগোপনে ছিলেন। বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান ১ জন। এ ঘটনায় করা হত্যা মামলায় আট বছর আগে (২০১৪ সাল) ঢাকার বিচারিক আদালত আট জঙ্গির মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার বিচার এখনো শেষ হয় নি। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এ বিচারাধীন।