মহামারির ধাক্কা সামলে মঙ্গল শোভাযাত্রা।

মহামারির ধাক্কা সামলে মঙ্গল শোভাযাত্রা।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : মহামারির ধাক্কা সামলে দুই বছর পর বাংলা নববর্ষ উদ্‌যাপনে মঙ্গল শোভাযাত্রা শুরু হলো। হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এ বার নির্বিঘ্নে হলো মঙ্গল শোভাযাত্রা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসি থেকে মঙ্গল শোভাযাত্রা হয়। প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা হলেও এ বার মেট্রোরেলের নির্মাণকাজের জন্য গতিপথের পরিবর্তন আনা হয়। এ বারের শোভাযাত্রায় ঘোড়া ও টেপা পুতুলসহ মোট পাঁচটি বড় মোটিফ রয়েছে। এ ছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ ও সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে শোভাযাত্রায়। এর আগে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে ভোরের সূর্যকে বরণ করে নেয় ছায়ানট। এক্ষেত্রে রাজধানীর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রাণের মিলনমেলা হয়। আর দেশজুড়ে তো মঙ্গল শোভাযাত্রা এবং অন্যান্য আয়োজন ছিলোই।