রূপপুরের ঋণের সুদাসল রুবলে পরিশোধের প্রস্তাব রাশিয়ার

রূপপুরের ঋণের সুদাসল রুবলে পরিশোধের প্রস্তাব রাশিয়ার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার দেওয়া ঋণ ও সুদ নিজেদের মুদ্রা রুবলে নিতে চায় দেশটি। এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে রাশিয়া।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও বৈশ্বিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রুশ ব্যাংকগুলোকে বের করে দেওয়ার প্রেক্ষিতে রাশিয়া এই প্রস্তাব দিলো।

রাশিয়ার প্রস্তাবটি পর্যালোচনা করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। 

ইআরডি সূত্রে জানা গেছে, এ বিষয়ে বাংলাদেশকে চলতি বছর ২৩ জুন ও ১০ আগস্ট দুটি চিঠি দেয় রাশিয়া। প্রথম চিঠিতে দুই দেশের সরকারের মধ্যে ঋণ চুক্তির ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। দ্বিতীয় চিঠিতে মার্কিন ডলার ও ইউরোতে লেনদেন নিষেধাজ্ঞার প্রেক্ষিতে রুবলে লেনদেনের প্রস্তাব করা হয়েছে।

তবে ইআরডি জানিয়েছে, রাশিয়ার প্রস্তাবগুলো পর্যালোচনা চলছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। চীনের মাধ্যমে এই লেনদেন করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একাধিকবার মুদ্রা পরিবর্তনের ফলে ঋণের ব্যয় ও ঝুঁকি অনেক বাড়বে বলে জানায় ইআরডি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩ শ কোটি মার্কিন ডলারেরও কিছু বেশি। যেখানে রাশিয়া ঋণ দিচ্ছে ১ হাজার ১৩৮ কোটি ডলার। এই ঋণের ৪৯৭ কোটি ডলার ছাড় করা হয়েছে; ফলে এখনো বাকি আছে ৬৪১ কোটি ডলার।