এবার এস আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে নতুন পর্ষদ

এবার এস আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে নতুন পর্ষদ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে ২০১৭ সালে ইসলামী ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য করানো তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে। দীর্ঘ সাড়ে ৭ বছর বিদেশে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন।

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন : বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল আলম এবং চার্টার্ড একাউন্টেন্ট রাগিব আহসান এফসিএ।

সাতটি ব্যাংক এতোদিন এস আলমের নিয়ন্ত্রণে থাকলেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি নিজেই। তাঁর স্ত্রী ফারজানা পারভীন, ভাই আব্দুল্লাহ হাসান ছিলেন ব্যাংকটির পরিচালক। ব্যাংকটি ১৯৯৯ সালে প্রচলিত ধারার সুদ ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ২০০৯ সালের জানুয়ারিতে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরিত হয়। এস আলমের নিয়ন্ত্রণে ছিলো এমন অন্যান্য ব্যাংকের পর্ষদ ইতোমধ্যেই পুনর্গঠন করা হয়েছে।