চাঁপাইনবাবগঞ্জে অর্ধ শতাধিক স্টল নিয়ে বিসিক মেলা

চাঁপাইনবাবগঞ্জে অর্ধ শতাধিক স্টল নিয়ে বিসিক মেলা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ; মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ : উদ্যোক্তাদের সৃজনশীল কাজের পরিচিতি বাড়াতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে শুরু হওয়া মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। মেলা শুরু হয়েছে পহেলা মার্চ।

বুধবার (৬ মার্চ) বিসিক উদ্যোক্তা মেলা ঘুরে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের জেলার উদ্যোক্তারা অর্ধ শতাধিক স্টল বসিয়ে পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। স্টলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উপকরণের হস্তশিল্প ও কুটির শিল্পের স্টল। বাটিক, ব্লক, প্রসাধনী সামগ্রী, রেডিমেড পোষাক, কাপড়, শুকনো প্রক্রিয়াজাত খাবার, রেডি খাবার, নকশিকাঁথা, ক্রোকারিজ, কাঠের গহনা, আসবাবপত্র, ক্যালিওগ্রাফি ও পেইন্টিংসহ প্রভৃতি স্টল সাজিয়ে নিয়ে বসেছেন। এ ছাড়া কৃষিজাত পণ্য, বিভিন্ন ধরনের আমজাত পণ্য রয়েছে মেলায়।

উদ্যোক্তা মেলায় অংশ নেওয়া ফজলী স্যাম নামের একটি স্টলের উদ্যোক্তা আসিফ ইকবালের সঙ্গে কথা হলে তিনি বাঙলার কাগজকে বলেন, আমরা মেলায় আমজাত পণ্য নিয়ে অংশগ্রহণ করেছি, আমাদের এখানে মূলত আমের আচার ও সরিষার তেলসহ বিভিন্ন কৃষিজাত পণ্য রয়েছে। মেলায় বেচাকেনা যেমন হোক না কেনো আমাদের ক্রেতা ও দর্শনার্থীদের কাছে আমাদের পূর্ণ পরিচিত পাচ্ছে এটা আমাদের জন্য একটি ভালো দিক।

হাতের কাজের পোষাক হ্যান্ড প্রিন্টিং নিয়ে স্টল দিয়েছেন নারী উদ্যোক্তা খালেদা খাতুন। তিনি বলেন, এই মেলায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আমরা উদ্যোক্তারা বিভিন্ন বিষয় জানতে পারছি, আমাদের পণ্যের পরিচিতি বাড়ছে। মোটামুটি বেচাকেনা হচ্ছে। একজন নারী হিসেবে অংশগ্রহণ করতে পেরে অনেক কিছু জানতে পারলাম। আগামীতে এমন আয়োজন হোক এটাই চাই।

কৃষিপণ্য নিয়ে স্টল দিয়েছেন বরেন্দ্র কৃষি উদ্যোগ নামে প্রতিষ্ঠান। তাঁদের স্টলে রয়েছে বিভিন্ন রকম কৃষিপণ্য। বরেন্দ্র কৃষি উদ্যোগের পরিচালক মুনজের আলম বাঙলার কাগজকে বলেন, আমরা বিসিক উদ্যোক্তা মেলা বিভিন্ন রকম নিজস্ব উৎপাদিত কৃষিপণ্য নিয়ে এসেছি। আম নিয়ে আমাদের একাধিক পণ্য রয়েছে। আমাদের কাছে আমের আাচার, আমের পাউডার, আমের পিঠা, আটার লাড়ু, মুড়ি, মুড়কি, আখের গুড়, আখের পাউডার, মধু ও সরিষার তেলসহ বিভিন্ন পণ্য রয়েছে আমাদের স্টলে। প্রতিদিন নতুন নতুন দর্শনার্থী আসছে মেলায় আমাদের পণ্য দেখছে কিনছে। মেলায় স্টল দিয়ে আমার পণ্য ও প্রতিষ্ঠানে পরিচিতি বাড়ছে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বিসিক চাঁপাইনবাবগঞ্জের শিল্প সম্প্রসারণ কর্মকর্তা বাঙলার কাগজকে জানান, পহেলা মার্চ থেকে মেলা শুরু হয়েছে, চলবে ১০ মার্চ পর্যন্ত। মেলায় লোকসমাগম ভালো হচ্ছে। উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও  প্রকাশের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। বেকার সমস্যার সমাধানে উদ্যোক্তা হওয়ার কোনও বিকল্প নেই। তাই উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বিসিক থেকে। উদ্যোক্তাদের অর্থনৈতিক ও সার্বিক সহোযোগিতা করা হয় এখান থেকে।