তিন ইসলামী ব্যাংকের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক : ৯ ডিসেম্বর দুর্নীতিবিরোধী দিবস

তিন ইসলামী ব্যাংকের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক : ৯ ডিসেম্বর দুর্নীতিবিরোধী দিবস

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, ইসলামী শরিয়াহ্‌ভিত্তিক তিনটি ব্যাংকের ঋণের অনিয়মের বিষয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়ার পর কর্মকর্তা এ বিষয় কার্যক্রম শুরু করবেন।

দুদকের সূত্র বলছে, ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে সংস্থাটির একজন উপপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ে অনুসন্ধান টিম গঠন করা হবে।

দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে ইসলামী, সোস্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জালিয়াতির খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই অনিয়মের মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা তুলে নিয়েছে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ। আর ওই তিন ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপ নামে একটি গ্রুপের কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ব্যাংক থেকে আমানত ব্যবহারের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। একইসঙ্গে এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে পি কে হালদার ছাড়াও অন্যান্য জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। সবগুলোর পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করে থাকে এস আলম গ্রুপ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ইসলামী ব্যাংক নিয়ম লঙ্ঘন করে ৯ কোম্পানিকে ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ দিয়েছে।

বাংলাদেশে ১০টি শরিয়াহ্‌ভিত্তিক ব্যাংক রয়েছে এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট ব্যাংকিং সেক্টরের আমানতের ২৬ দশমিক ১৯ শতাংশই ওই ব্যাংকগুলোতে হয়েছে।

ইসলামী ব্যাংকের আমানত চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ১২ হাজার ৩৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে; যা আগের বছরের একই মাসের তুলনায় ১২ শতাংশ বেশি।

চলতি বছরের জুনের শেষের দিকে পুরো ব্যাংকিং খাতের মোট ঋণের ২৮ দশমিক ৫২ শতাংশ ছিলো ইসলামী ব্যাংক থেকে দেওয়া। এই ঋণকে ইসলামী ব্যাংক ‘বিনিয়োগ’ বলে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৮২৯ কোটি টাকায়; যা গত বছরের তুলনায় ১৬ দশমিক ৪৩ শতাংশ বেশি।

৯ ডিসেম্বর দুর্নীতিবিরোধী দিবস :
দুদক সচিব বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উদ্‌যাপন করা হবে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দুদক প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারেরা। এরপর সকাল ৯টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত দুদক প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে দুদক চেয়ারম্যান ও কমিশনারসহ সব পর্যায়ের কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, এনজিওসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। একইদিন সকাল ১০টায় ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২’ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দুদক মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি বাণীবদ্ধ ভাষণ দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান দুদক সচিব মাহবুব হোসেন।