বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে শিক্ষার্থীসহ যাত্রীদের বিক্ষোভ : প্রায় ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক।

বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে শিক্ষার্থীসহ যাত্রীদের বিক্ষোভ : প্রায় ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে শিক্ষার্থীসহ যাত্রীরা বিক্ষোভ করায় ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পর প্রায় ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে আজ বুধবার (২০ জুলাই) সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটিকে আটকে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্য যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, কালোবাজারির কারণে তাঁরা অধিকাংশ শিক্ষার্থী টিকিট পান নি। পরে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে শিক্ষার্থীদের টিকিটের ব্যবস্থা করা হবে। এমন আশ্বাসের প্রেক্ষিতে পৌনে ১টার দিকে বিক্ষোভ প্রত্যাহার করেন শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীসহ যাত্রীদের বিক্ষোভের সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনও ট্রেন ছেড়ে যেতে পারে নি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন। ফলে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনও ট্রেন যেতে পারে নি।’

তবে সারা দেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে বলে জানান বাংলাদেশ রেলওয়ে বিভাগের এই কর্মকর্তা।

জানতে চাইলে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আজ সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে খোঁজ-খবর নিতে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।’

বিক্ষোভকারীদের একজন বাঙলা কাগজ ও ডনকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকিট সংগ্রহ করতে শিক্ষার্থীরা সকালে বিমানবন্দর স্টেশনে যান। কিন্তু কয়েকজনকে টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে বলা হয় ‘টিকিট নাই’।

অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। তাঁদের অবরোধের কারণে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আটকে যায়। এ সময় সাধারণ যাত্রীরাও তাতে যোগ দেন। তখন টিকিট কাউন্টারে ভাঙচুর করা হয়।

এদিকে, রেলের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করার দাবিতে ঢাকার কমলাপুর স্টেশনে প্রায় ২ সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।