বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার

বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ঢাকার প্রবেশমুখে বিএনপি অবস্থান কর্মসূচিকে পালন করতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা করে পুলিশ। তার মধ্যে চারটি মামলায় আসামি দলটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিএনপির এই নেতাকে গ্রেপ্তার বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ‘কয়েকদিন আগে বিএনপির ডাকা অবৈধ সমাবেশ এবং যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে সেখানে পুলিশ বাধা দেওয়া। এছাড়া সেখানে বিএনপিসহ তার অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। এতে অনেক পুলিশ সদস্য আহত করে এবং তিনটি বাসে আগুন লাগানোর ঘটনায় চারটি মামলা করা হয়। তারমধ্যে দুটি মামলায় এক নাম্বার আসামী হচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। এ কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেওয়া দরকার তা নিয়েছি। ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে।’

এর আগে সালাউদ্দিনের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর দেড়টায় আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে গেছে।’