পচা মরিচে রং দিয়ে মরিচের গুড়া : জব্দ ২ টন

পচা মরিচে রং দিয়ে মরিচের গুড়া : জব্দ ২ টন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; মৌলভীবাজার : মৌলভীবাজারে পচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুড়া মরিচ তৈরি ও বাজারজাত করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় ওই অভিযান পরিচালিত হয় বলে আজ সোমবার (৩১ অক্টোবর) জানানো হয়েছে।

অভিযানের সময় প্রায় ২ টন ভেজাল মরিচের গুড়া জব্দ করা হয়। সবমিলে কারখানার মালিক আতিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি ও বাজারজাত করে আসছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আতিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহাকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।