পুলিশের জন্য রাশিয়ার এমআই হেলিকপ্টার কিনতে চুক্তি

পুলিশের জন্য রাশিয়ার এমআই হেলিকপ্টার কিনতে চুক্তি
ডন প্রতিবেদন : রাশিয়ার তৈরি দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কিনছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) এমআই হেলিকপ্টারের প্রস্তুতকারক কোম্পানি জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের সঙ্গে চুক্তি হয়েছে পুলিশের। এজন্য ৪২৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় হবে। গত ২৭ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এয়ার উইংয়ে যুক্ত হয় একই কোম্পানির তৈরি দুটি এমআই ১৭১-ই হেলিকপ্টার। শুক্রবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং মস্কোতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রেই বগিনস্কি ভার্চুয়াল অনুষ্ঠানে চুক্তিতে সই করেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে চুক্তি সই উপলক্ষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দিন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার ম্যান্টিটস্কিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি বছরের ২৭ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পুলিশের জন্য দুটি এমআই- ১৭১এ২ মডেলের হেলিকপ্টার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের জানিয়েছিলেন, পুলিশের জন্য হেলিকপ্টার দুটি কিনতে সরকারের ব্যায় হবে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা। পুলিশের আগে ২০১৩ সালে র‌্যাবের এয়ার উইংয়ে যুক্ত হয় আমেরিকার তৈরি দুটি বেল ৪০৭ হেলিকপ্টার। এগুলো কিনতে তখন ৫৬ কোটি টাকা খরচের কথা জানানো হয়। ওই হেলিকপ্টারগুলো এখনও সার্ভিসে রয়েছে। এরপর গত বছর জানুয়ারিতে বিজিবির এয়ার উইংয়ের জন্য দুটি রাশিয়ান এমআই ১৭১-ই হেলিকপ্টার কেনা হয়। ২০১৮ সালের ১৬ অক্টোবর শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিজিবির জন্য হেলিকপ্টার কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। তখন জানানো হয়েছিলো ওই দুটি হেলিকপ্টার কিনতে ৩৫৫ কোটি ১০ লাখ টাকা খরচ ধরা হয়েছে।