৮ মাসে ধর্ষণের শিকার ৮১৩ কন্যাশিশু

৮ মাসে ধর্ষণের শিকার ৮১৩ কন্যাশিশু
ডন প্রতিবেদন : গত ৮ মাসেই ৮১৩ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া একই সময়ে দেশে ৯ জন অপহরণ, ১৪০ জন পাচারের শিকার এবং ১১২ জন কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২১ প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। কন্যাশিশু অপহরণ ও আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটে রাজশাহী বিভাগে। কন্যাশিশুদের হত্যা, এসিড নিক্ষেপ, উত্ত্যক্ত ও অবহেলা বেশি ঘটে চট্টগ্রাম বিভাগ আর ধর্ষণের শিকার ঢাকা বিভাগের কন্যাশিশুরা বেশি। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, গত আট মাসের ২৪টি জাতীয় ও স্থানীয় অনলাইন গণমাধ্যম থেকে এ তথ্য সংগ্রহ করা হয়। ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের সবক্ষেত্রেই দলীয়করণ হয়ে গেছে। এটার একটা মাশুল আমরা দিচ্ছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।