একই সময়ে গ্যাস ফিল্ডের দুই প্রতিষ্ঠানের পরীক্ষা : বিপাকে প্রার্থীরা

একই সময়ে গ্যাস ফিল্ডের দুই প্রতিষ্ঠানের পরীক্ষা : বিপাকে প্রার্থীরা
ডন প্রতিবেদন : দুটি প্রতিষ্ঠানের কাজের ধরন একই রকম। পদের নামও একই। নিয়োগ পরীক্ষাও একই দিনে, একই সময়ে। এতে বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। বিপুলসংখ্যক প্রার্থী এ বিষয় নিয়ে উদ্বিগ্ন। এর সমাধান চেয়ে তাঁরা কর্তৃপক্ষেরসঙ্গে যোগাযোগও করেছেন। কিন্তু আশানুরূপ সাড়া পান নি। একই দিনে, একই সময়ে এই দুই পরীক্ষা কীভাবে দেবেন, তা নিয়ে তাঁরা চিন্তিত। একইদিনে, একই সময়ে পরীক্ষার তারিখ দেওয়া ওই দুই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ গ্যাস ফিল্ড ও সিলেট গ্যাস ফিল্ড। বাংলাদেশ গ্যাস ফিল্ড ও সিলেট গ্যাস ফিল্ড সহকারী ব্যবস্থাপকসহ (জেনারেল) বিভিন্ন পদে নিয়োগের জন্য গত ২৭ জুলাই বিজ্ঞপ্তি দিয়েছিল। সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদের জন্য ৫০০ টাকা দিয়ে আবেদনও করেছিলেন প্রার্থীরা। কিন্তু একই দিনে, একই সময়ে দুই পরীক্ষায় বিপাকে পড়েছেন তাঁরা। কোনও কোনও প্রার্থী একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এ দুই প্রতিষ্ঠান নিয়োগের জন্য ১ অক্টোবর পরীক্ষার দিন ঠিক করে দিয়েছে। প্রতিষ্ঠান দুটি নিয়োগ পরীক্ষার জন্য সময় ঠিক করে দিয়েছে আগামি ১ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, ‘একই পদে দুই প্রতিষ্ঠান সহকারী ব্যবস্থাপক (জেনারেল) নেবে। তাহলে একই সময়ে দুটি পরীক্ষা কেনো হবে। আমরা ৫০০ টাকা খরচ করে আবেদন করেছি। এখন একটি পরীক্ষা দিলেও অন্যটি দিতে পারবো না। যাতে ওই প্রতিষ্ঠানগুলো পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে পারে, সেজন্য এই অবস্থা কি না, আমরা চিন্তায় আছি।’ অপর এক প্রার্থী বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে যে কোনও একটি পরীক্ষা পেছাতে পারেন। এখানে তাদের সমন্বয়হীনতা দায়ী। আমরা এর সমাধান চাই।’ এ বিষয়ে জানতে চাইলে সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) শওকত আলম কাদরী বলেন, ‘আমরা সমস্যাটি সম্পর্কে জেনেছি। এটি নিয়ে আলোচনা চলছে। কর্তৃপক্ষ এটা পর্যালোচনা করছে এবং সমাধান খুঁজছে।’ একই বিষয় নিয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) মনিরুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি ফেসবুকে দেখেছেন। একইদিনে দুই পরীক্ষায় বিপাকে পড়বেন প্রার্থীরা, এটা তিনিও স্বীকার করেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন বলেই আশ্বাস দেন তিনি।