অনন্য দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

অনন্য দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব
ডন প্রতিবেদন : সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও বড় বিজ্ঞাপনের নাম। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে নিয়ে গেছেন কিংবদন্তির তালিকায়। ইতোমধ্যে অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন। তাইতো তাঁকে আদর করে বলা হয় ‘রেকর্ড আল হাসান’। বাংলাদেশের ক্রিকেটে ‘নবাব’ খ্যাত রেকর্ডের বরপুত্রকে হাতছানি দিচ্ছে আরো দুটি রেকর্ড। এর একটি হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় শির্ষে উঠার সুযোগ এবং অপরটি ১২ হাজার রান এবং ৬০০ উইকেট পাওয়ার মাইলফলক। দেশের মাটিতে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে টিম সাউদি কে পেছনে ফেলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করেন সাকিব। আর মাত্র ৬ উইকেট সংগ্রহ করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হবেন সাকিব আল হাসান। এজন্য অবশ্য তাঁকে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই এ মাইলফলক অর্জনের সুযোগ রয়েছে সাকিবের সামনে। ৮৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সাবেক অধিনায়কের নামের পাশে আছে ১০২টি উইকেট। শির্ষে রয়েছেন লঙ্কান লিজেন্ড, বিশ্বকাপ জয়ি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। সাকিবের সমানসংখ্যক ম্যাচে তাঁর সংগ্রহ ১০৭ উইকেট। ৮৩ ম্যাচে ৩ নম্বরে থাকা টিম সাউদির সংগ্রহ ৯৯ উইকেট। শুধু তাই নয়; সাকিবকে হাতছানি দিচ্ছে আরও একটি দারুণ রেকর্ড। এক্ষেত্রে আর মাত্র ৬টি উইকেট শিকার করলেই বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সব ফরমেট মিলিয়ে ১২ হাজার রান এবং ৬শ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করবেন সাকিব। বর্তমানে সব ফরমেট মিলিয়ে সাকিবের মোট রান সংখ্যা ১২ হাজার দুইশত ৫১। আর উইকেট সংখ্যা ৫৯৪।