দেড় হাজার মানুষকে অর্থ ও বস্ত্র দিলেন চিত্তরঞ্জন দাস।

দেড় হাজার মানুষকে অর্থ ও বস্ত্র দিলেন চিত্তরঞ্জন দাস।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৫ শ দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র ও অর্থ দান করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সবুজবাগ থানাধীন বাসাবো বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে এসব শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। মানবিক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো; ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া; ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম; ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমশের; ৭৩,৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদ; ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠী ও দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।