ঘাতকের ফাঁসি চাইলেন মেয়র। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস।

ঘাতকের ফাঁসি চাইলেন মেয়র। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস।
ডন প্রতিবেদন : নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের প্রদত্ত দাবিগুলো মেনে নেওয়ারও আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ৪টার দিকে নগর ভবনের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীদের সামনে এসে এমন কামনা ও আশ্বাস দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁদের এক প্রতিনিধি তাঁদের আন্দোলনের কারণ তুলে ধরেন এবং নাঈম হাসান ‘হত্যাকাণ্ডের’ ঘটনাস্থলে তাঁরই নামে একটি ফুটওভার ব্রিজ করারও দাবি জানান। শিক্ষার্থীদের লিখিত দাবিরমধ্যে রয়েছে : ১. যথাযথ তদন্ত করে আমার ভাইয়ের (শিক্ষার্থী নাঈম) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া ২. জেলা শহরের বিভিন্ন রুটে শুধু শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা ৩. স্কুল-কলেজের সামনে হর্ন ও ওভারস্পিডিংয়ের জন্য শিক্ষার্থীদের কাছে জরিমানা ও প্রশাসনের কাছে হস্তান্তরের অধিকার দেওয়া ৪. সব শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করা ৫. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একাধিক স্পিডব্রেকার নির্মাণ করা ৬. শহরের অচল ট্রাফিক লাইটের সংস্কার এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা ৭. ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ করা ৮. জেব্রাক্রসিংয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা ৯. চলন্ত বাসে যাত্রী ওঠানামা করালে প্রত্যেক বাসকে আইনের আওতায় আনা এবং ১০. সর্বোপরি নিরাপদ সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন করা। বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনেরমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাড়িতে গিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়িটির চালককেও।