দেখামাত্র গুলির নির্দেশ কোন সরকার দিতে পারে?

দেখামাত্র গুলির নির্দেশ কোন সরকার দিতে পারে?

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : শুক্রবার (১৯ জুলাই) রাতে এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশে কারফিউ জারি করে সেনা নামিয়েছে শেখ হাসিনা সরকার। শনিবার (২০ জুলাই) থেকে মাঠে রয়েছেন সেনারা। এমনকি রবিবার (২১ জুলাই) বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে বলেই জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সেনাবাহিনীকে দেখামাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে রাজনৈতিক দল দেশের মানুষকে নিয়ে ভাবে না, দেশকে নিয়ে ভাবে না; এটা কি বঙ্গবন্ধুর সেই আওয়ামী লীগ? নাকি শুধু ক্ষমতালিপ্সু আওয়ামী লীগ। না হয় দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের পদত্যাগ করা একান্তই বাঞ্ছনীয় ছিলো। কিন্তু সরকার সেটা করে নি। কি করলো? করলো, কারফিউ জারি আর আন্দোলরকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- আওয়ামী লীগ কি তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়? না হলে জনগণের প্রতি এতো ক্ষোভ কেনো? আর সরকারের তো দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, সেখানে সরকার গুলি করার নির্দেশ দেয় কী করে? কারণ সকল শ্রেণি-পেশার মানুষ এখন মাঠে। তাহলে কি আওয়ামী লীগের পতন অনিবার্য?