রায় : ৯৩ শতাংশ সাধারণ মেধা, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা মেধা, ২ শতাংশ অন্যান্য মেধা থেকে সরকারি চাকরিতে নিয়োগ

রায় : ৯৩ শতাংশ সাধারণ মেধা, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা মেধা, ২ শতাংশ অন্যান্য মেধা থেকে সরকারি চাকরিতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কোটা সংস্কার ইস্যুতে হাইকোর্টের রায়ের ব্যাপারে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (২১ জুলাই) এ রায় ঘোষণা করা হয়।

রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, এখন থেকে সরকারি চাকরিতে নিয়োগে ৯৩ শতাংশ সাধারণ মেধা থেকে নিতে হবে, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার মেধাবী সন্তান আর বাকি ১ শতাংশ মেধাবী ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মেধাবীরা নিয়োগ পাবেন।

তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে। অনতিবিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছেন সুপ্রিম কোর্ট।