ডন সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের সবগুলোতেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁদেরমধ্যে ৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অন্যগুলোতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, সুষ্ঠু ভোটে উপজেলার সবগুলো ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।
‘এখানে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন ২৭ জন এবং পুরুষ সদস্য ৮১ জন।’
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন : ১ নম্বর ধামাইনগর ইউনিয়ন পরিষদে রাইসুল হাসান তালুকদার সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন পরিষদে আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন, ৩ নম্বর ধুবিল ইউনিয়ন পরিষদে মিজানুর রহমান তালুকদার, ৪ নম্বর ঘুরকা ইউনিয়ন পরিষদে জিল্লুর রহমান, ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে আব্দুল হান্নান খান,
৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদে মীর ওবায়দুল ইসলাম মাসুম, ৭ নম্বর নলকা ইউনিয়ন পরিষদে আবু বক্কার সিদ্দিক, ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে রফিকুল ইসলাম এবং ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদে গোলাম সরোয়ার লিটন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
রায়গঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৫৮৭ জন। তাঁদেরমধ্যে নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ৭৯৫ জন।