খাগড়াছড়িতে শিক্ষিকার রহস্যজনক মৃত্যু : স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় এশা ত্রিপুরা (নবীনা) নামে এক প্রাইমারি স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) ভোররাতে তাঁকে মৃত অবস্থায় শহরের মহাজনপাড়াস্থ ভাড়া বাসার বাথরুমে পাওয়া গেছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। সুরতহাল তদন্তের পর হত্যাকাণ্ড সন্দেহে মৃতের স্বামী উদ্দীপন ত্রিপুরাকে আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাঙলার কাগজকে জানান, সুরতহাল তদন্তে শিক্ষিকার মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বামী উদ্দীপন ত্রিপুরাকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরার স্বামী ও দুই সন্তানকে নিয়ে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) কয়েকজন সহকর্মী শিক্ষক গভীর রাত পর্যন্ত এশার মহাজনপাড়াস্থ বাসায় নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে ভোররাতে বাথরুমে শিক্ষিকা স্ত্রীর মৃতদেহ দেখার সময় দুই অবুঝ শিশু ও তিনি ছাড়া বাসায় অন্য কেউ ছিলেন না বলেই জানান উদ্দীপন ত্রিপুরা।
নিহত এশা ত্রিপুরার পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়া ডাক্তার সুবল জ্যোতি চাকমা কর্মস্থল থেকে ফিরে রাত দেড়টার দিকে গেইটে অপেক্ষমাণ থাকা অবস্থায় কোনও মহিলার আর্ত চিৎকার শুনতে পেয়েছেন এবং সকালে পার্শ্ববর্তী বাসার শিক্ষিকার মৃত্যুর খবর পান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালের সুরতহাল তদন্তের সময় মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় হত্যাকাণ্ড সন্দেহে মৃতের স্বামী উদ্দীপন ত্রিপুরাকে হাসপাতাল থেকেই থানা হাজতে নেওয়া হয়েছে।
নিহত এশা ত্রিপুরার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সম্বলিত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচারের দাবি জোরালো হয়েছে।