পাঁচ কোটি টাকার চুরি যাওয়া গার্মেন্টস পণ্যসহ ৭ জন গ্রেপ্তার

পাঁচ কোটি টাকার চুরি যাওয়া গার্মেন্টস পণ্যসহ ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রায় পাঁচ কোটি টাকার চুরি যাওয়া গার্মেন্টসসামগ্রীসহ সাত চোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বাঙলার কাগজ ও ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

সংঘবদ্ধ চোর চক্রের সাত সদস্য হলেন : রিপন ওরফে ছোট রিপন (৪৩), বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লাল (৩৬), নাঈম ইসলাম (২৭), মো. আকাশ (২৬), মো. সুমন (৩০), মো. ফরিদ (৩৮) ও মঞ্জুর হোসেন ওরফে জিকু (৩৮। 

র‌্যাব বলেছে, তাঁদের সবার বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে।

র‍্যাব কর্মকর্তা জাহিদুল ইসলাম বাঙলার কাগজ ও ডনকে বলেন, সংঘবদ্ধ চোর চক্রের নেতা রিপন দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান থেকে গার্মেন্টস পণ্যসামগ্রী চুরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের একটি স মিলের গুদামে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার ২৬ হাজার ৯৯৫টি গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়।

বিল্লাল গার্মেন্টস পণ্য চুরি চক্রের অন্যতম সদস্য উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, চক্রের নেতা রিপন এক সময় একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করতেন। ২০০৯ সালে তিনি বিদেশে যান। আবার দেশে ফেরেন ২০১৭ সালে। পরে সংঘবদ্ধ চোর চক্র তৈরি করেন। চক্রটি কাভার্ড ভ্যান থেকে কৌশলে গার্মেন্টস পণ্য চুরি করে আসছিলো।

গত দুই বছরে গাজীপুর, আশুলিয়া, মিরপুর, আমিনবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ডেমরায় পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার ও চুরি যাওয়া ৩০ কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ করা হয়েছে বলেই জানিয়েছে র‍্যাব।