জামায়াতের ইটপাটকেলে ১০ পুলিশ সদস্য আহত

জামায়াতের ইটপাটকেলে ১০ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : জামায়াতের ইটপাটকেলে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। রাজধানীর মৌচাকে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষ হয়। সে সময় ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা আহত হন।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ১০ দফার পক্ষের গণমিছিল করার ঘোষণা দিয়েও সেখানে যেতে পারে নি জামায়াতে ইসলামী। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের আগে থেকে মসজিদ ঘিরে ছিলো হাজেরখানেক পুলিশ সদস্য। পল্টন ও দৈনিক বাংলা মোড়েও ব্যারিকেড ছিলো। বায়তুল মোকাররমে যেতে না পেরে মালিবাগে মিছিল করে জামায়াত। মিছিলটি মৌচাকে পুলিশের বাধায় পড়ে। সেখানে সংঘর্ষ হয়।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা রামপুরা আবুল হোটেলের সামনে জমায়েত হন জুমার পর। উত্তরের নেতাকর্মীরা জমায়েত হন মালিবাগ রেল গেইটে। মিছিল করে মৌচাকে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। জামায়াতের মিছিলের ব্যাপারে পুলিশের কোনও অনুমতি ছিলো না। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশকে ইটপাটকেল ছুড়ে। আর পুলিশ টিয়ারশেল ছুড়ে ও লাঠিপেটা করে।

একইসময়ে মহানগর উত্তরের আরেকটি মিছিল মৌচাক মার্কেটের সামনে এলে, সেটিও পুলিশের বাধায় পড়লেও সংঘর্ষ হয় নি। ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। তবে মহানগর দক্ষিণ জামায়াতের মিছিলটি আবুল হোটেল থেকে খিলগাঁও তালতলা পর্যন্ত বিনাবাধায় মিছিল করে। মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে পুলিশ থাকলেও বাধা দেয় নি।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, জুমার নামাজের পর জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল করার চেষ্টা করে। সরাসরি পুলিশের উপর আক্রমণ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারী কয়েকজনকে আটক করা হয়েছে।