৩১,৬১,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। গ্রেপ্তার ৭।

৩১,৬১,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। গ্রেপ্তার ৭।
ডন প্রতিবেদন : নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশ বাংলাদেশ পহেলা মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ চাঁদপুর সদর নৌ থানা, কালিগঞ্জ নৌ ফাঁড়ি, হিজলা নৌ ফাঁড়ি, নীলকমল নৌ ফাঁড়ি, মোহনপুর নৌ ফাঁড়ি, সুরেশ্বর নৌ ফাঁড়ি, মুক্তারপুর নৌ ফাঁড়ি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ লাখ ৬১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। একইসঙ্গে এসব অভিযান থেকে ৮৮০ কেজি নিষিদ্ধ ঘোষিত জাটকা মাছ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা। আর জব্দকৃত ৩টি জাটকা মাছ ধরার নৌকার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা এবং গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে। নৌকা সংশ্লিষ্ট ফাঁড়ির হেফাজতে রয়েছে। আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশপ্রধান এবং অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, গত বছরের মতো এ বছরও নৌ পুলিশ কর্তৃক এ সকল ধারাবাহিক অভিযানের ফলে একদিকে যেমন ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি জনসাধারণের কাছে ইলিশ সহজলভ্য হওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। ‘কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশের GI (Geographical Indicator) হিসেবে খ্যাত বাংলার রুপালি ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’