সর্বকালের রেকর্ড ভেঙে ম্যারাডোনার জার্সি বিক্রি ৭৭ কোটি ৪৪ লাখ টাকায়!

সর্বকালের রেকর্ড ভেঙে ম্যারাডোনার জার্সি বিক্রি ৭৭ কোটি ৪৪ লাখ টাকায়!
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : স্টিভ হজ স্বপ্নেও হয়তো এতটা আশা করেন নি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যে জার্সি পরে দুই গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, সে জার্সিটা নিলামে তুলেছিলেন সাবেক এই ইংলিশ ফুটবলার। সেটি বুধবার (৪ মে) অনলাইন নিলামে বিক্রি হয়েছে ৭১ লাখ ৪২ হাজার ৫ শ পাউন্ডে। বাংলাদেশের মূল্যমানে যা ৭৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৬৭২ টাকা। কোনও ফুটবলারের পরা জার্সি তো বটেই, যে কোনও খেলাতেই নিলামের রেকর্ড ভেঙেছে ম্যারাডোনার জার্সি। কোনও ফুটবলারের পরা জার্সির আগের রেকর্ডটি ছিলো পেলের। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল-চেকোস্লোভাকিয়া ম্যাচে এক স্লোভাক খেলোয়াড় পেলের জার্সিটি পেয়েছিলেন। ফাইনালের সে জার্সি বিক্রি হয়েছিলো ১ লাখ ৫৭ হাজার ৭৫০ পাউন্ডে। নিলামে উঠেই সে রেকর্ড ভেঙেছে ম্যারাডোনার জার্সি। নিলামে শুরুতেই ৪০ লাখ পাউন্ড হাকিয়েছেন একজন। সেটা বাড়তে বাড়তে বুধবার ৭১ লাখ ৪২ হাজার ৫ শ পাউন্ডে থেমেছে। তাতে ভেঙেছে সব খেলার রেকর্ডও। মঙ্গলবার পর্যন্ত খেলাধুলায় কোনও ম্যাচে পরা জার্সি নিলামে সর্বোচ্চ ৫৬ লাখ ডলারে বিক্রি হয়েছে। বেসবল কিংবদন্তি বেব রুথ নিউইয়র্ক ইয়াঙ্কিসে যে জার্সি পরতেন, সেটি ২০১৯ সালে এই দামে বিক্রি হয়। এতো মূল্য দিয়ে ম্যারাডোনার জার্সি কে কিনেছেন, তা অবশ্য জানা যায় নি।