সাঈদীর মুক্তি চেয়ে সাভারে শিবিরের পোস্টারিং!

সাঈদীর মুক্তি চেয়ে সাভারে শিবিরের পোস্টারিং!
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; সাভার : যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে সাভারের বিভিন্ন পাড়া-মহল্লায় ও সড়কদ্বীপে পোস্টার সাঁটিয়েছে ছাত্রশিবির। ‘মাহে রমজানের ডাক’ শিরোনামে ওই পোস্টারে তারা ১০ দফা দাবিও জানিয়েছে। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজনে দেখা মেলে সারিবদ্ধভাবে সাঁটানো অনেকগুলো পোস্টার। এ ছাড়া পৌর এলাকার ব্যাংক কলোনী, শিমুলতলা, ছায়াবীথিসহ বিভিন্ন এলাকায় মোড়ে ও গলির মুখের দেয়ালে এই পোস্টার দেখা গেছে। তবে কে বা কারা, কখন এসব পোস্টার সাঁটিয়েছেন, তা বলতে পারছেন না অনেকেই। রাতের আঁধারে এসব পোস্টার সাঁটানো হয়েছে বলেই ধারনা স্থানীয়দের। রেডিও কলোনি এলাকার ভ্রাম্যমাণ চা বিক্রেতা মো. রেজোয়ান বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আমি প্রায় সারাদিনই এদিকে চা বিক্রি করি। অনেকেই তো পোস্টার লাগায়। তবে এই পোস্টার আগে দেখি নি। আজকেই দেখলাম।’ একই এলাকার বাসিন্দা সুমন আহসান বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘সোমবার রাতে বাসায় ফেরার সময়ও এসব পোস্টার দেখি নি। আজকে সকালে দেখলাম এক জায়গায় অনেকগুলো পোস্টার সাঁটানো হয়েছে। এমনভাবে সাঁটানো হয়েছে যে সবারই চোখে পড়বে।’ সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘রমজান মাসে মূলত এই ধরনের উগ্রপন্থী, মৌলবাদী সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। ঈদের পরে যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের ফোরামে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। কার্যনির্বাহী কমিটির বৈঠকেও বিষয়গুলো জানাবো এবং কর্মসূচি ঘোষণা করবো।’ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে শিবিরের বিষয়ে আমি আপোষহীন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে কী করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবো।’