ডিজিটাল বাংলাদেশ দিবস আজ।

ডিজিটাল বাংলাদেশ দিবস আজ।
ডন প্রতিবেদন : আজ পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১। আজকের দিনে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ,’ এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে উদ্‌যাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ বেলা ১১.০০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখরভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আজ সকাল ৭টায় ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস এর শুভ সূচনা করা হবে। আর সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় হল অব ফেমে প্রতিপাদ্যভিত্তিক জাতীয় সেমিনার এবং একই সময়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড সিটি, মাদানী, বাড্ডার মাঠে ৫ ঘণ্টাব্যাপী ডিজিটাল বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষ্যে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তর স্ব স্ব সাফল্য ও অর্জন নির্ভর সেমিনার ও আলোচনা সভা আয়োজন করবে। এ ছাড়া বিদেশে অবস্থিত সকল বাংলাদেশ মিশন দিবসটি একযোগে পালন করবে। দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ক্রোড়পত্র প্রকাশ, কেন্দ্রীয়ভাবে অনলাইন কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ বা ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সভা ও সেমিনারের আয়োজন করবে। পাশাপাশি সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিতে অনন্য অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ বিতরণ করা হবে।