ডন প্রতিবেদন : ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তাঁর দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন,
- ২০১১ সালেই দেশের তৃণমূলে আধুনিক তথ্যপ্রযুক্তির ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিলো ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে।
- বর্তমানে সেই ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্র হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার।
- আগে গ্রামের মানুষের জমির খতিয়ান, মাঠ পরচা তুলতে ছুটতে হতো জেলা সদরে।
- এখন ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে বসে মাত্র ১৫০ টাকা ফিতেই মাঠ পরচা, খতিয়ান পেয়ে যাচ্ছেন তাঁরা।
- এই ডিজিটাল সেন্টার থেকে গ্রামের সাধারণ মানুষকে ৩শ’রও অধিক সরকারি সেবা দেওয়া হচ্ছে।
- শুধু ডিজিটাল সেন্টার নয়, স্কুলে স্কুলে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার জন্য গড়ে তোলা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
-ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে তৃণমূলে সাধারণ মানুষের জীবন সহজ হয়েছে।
-এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।