ঘাটারচর-কাঁচপুর রুটে বাস চালাতে মালিকদের অসহযোগিতা। বিআরটিসি দিয়ে শুরু ২৬ ডিসেম্বর।

ঘাটারচর-কাঁচপুর রুটে বাস চালাতে মালিকদের অসহযোগিতা। বিআরটিসি দিয়ে শুরু ২৬ ডিসেম্বর।
ডন প্রতিবেদন : ঘাটারচর থেকে কাঁচপুর রুটে আগামী পয়লা ডিসেম্বর থেকে কোম্পানির মাধ্যমে বাস চালু হচ্ছে না। বাসমালিকদের অসহযোগিতার কারণে বিআরটিসির ৩০টি বাস দিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে এ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হবে। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে কমিটির নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানান। আজ রবিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এক সভা হয়। এতে কমিটির সভাপতি দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং কমিটির সদস্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভা শেষে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের ইচ্ছার কোনও ত্রুটি ছিলো না, সাধ্যমতো চেষ্টা করেছিলাম পয়লা ডিসেম্বর বাস্তবায়ন করার জন্য। কিন্তু বিভিন্ন কারণে আমরা পারি নি। ‌এরমধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, বাসমালিকেরা আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা সেই প্রতিশ্রুতি রাখতে পারেন নাই।’ ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, এরই পরিপ্রেক্ষিতে বিআরটিসির সহযোগিতায় আগামী ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত বাস চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে এ রুটে ১০০টি গাড়ি চলাচল করবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, বিআরটিসির পক্ষ থেকে এই রুটে ৩০টি বাস দেওয়া হবে, এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বাস দোতলাবিশিষ্ট। বাকি ৭০টি বাস ঠিক করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, চাইলে যে কেউ এই রুটে নিয়ম মেনে ব্যক্তিমালিকানাধীন গাড়ি নামাতে পারবেন। ব্যক্তিমালিকানাধীন বাসগুলোকে ১২ ডিসেম্বরের মধ্যে কমিটির কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ব্যবস্থাপনায় নতুন চার হাজার বাস নামানোর উদ্যোগ নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তিনি মারা যাওয়ার পর দায়িত্ব বর্তায় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের ওপর। এরপর তাঁর নেতৃত্বে গঠিত কমিটি ১১টি সভা করেছিলো। কিন্তু শৃঙ্খলা ফেরানোর এ উদ্যোগ আর আলোর মুখ দেখে নি। পরে সাঈদ খোকনের জায়গায় দায়িত্ব পান বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। গত বছরের অক্টোবর মাসে দায়িত্ব নেওয়ার পর নতুন করে শুরুর ঘোষণা দিয়েছিলেন মেয়র তাপস। তার নেতৃত্বে এখন পর্যন্ত ছয়টি সভা হয়েছে। এ সময়ের মধ্যে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচলের জন্য তিন দফা সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সব শেষ বিআরটিসি বাস দিয়ে এ রুটে পরীক্ষামূলক যাত্রায় কথা জানালেন কমিটির নেতারা। সভা শেষে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘পয়লা ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পাইলট প্রকল্পের অংশ হিসেবে বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাস চালানোর ঘোষণা দিয়েছিলাম। ১ ডিসেম্বর থেকে এ রুটে বাস চালুর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ফলপ্রসূ করা যায় নি। তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জিভূত গণপরিবহনের যে বিশৃঙ্খলা, এ বিশৃঙ্খলায় অনেক অংশীজন রয়েছে। সবাইকে শৃঙ্খলায় আনা অত্যন্ত দুরূহের কাজ। তার পরও আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরা সংকল্পবদ্ধ, এটাকে আমরা বাস্তবায়ন করবোই।’