শাল্লায় জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে মতবিনিময়

শাল্লায় জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে মতবিনিময়
ডন প্রতিবেদক, হাবিবুর রহমান, শাল্লা (সুনামগঞ্জ) : শাল্লায় CEGIS, ICCCAD, BCAS এবং C3ER, Brac University আয়োজিত বাংলাদেশের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) প্রণয়ন এবং অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আল মুক্তাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, আটগাও ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর করিম এবং মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান প্রমুখ। এ ছাড়া প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উন্মুক্তভাবে এলাকার বিদ্যমান জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের প্রভাব, বিপদাপন্নতা, বর্তমান মোকাবিলা (অভিযোজন) কৌশল, জলবায়ু পরিবর্তন- অভিযোজনের উল্লেখযোগ্য প্রকল্পগুলো, প্রকল্প প্রণয়নে বাধা ও সমস্যাসমূহ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ন্যাপ প্রকল্প প্রণয়নে প্রশিক্ষণ ও জ্ঞানের ধারণা এবং ভবিষ্যতের প্রস্তাবসমূহ সম্পর্কে মতবিনিময় করা হয়।