৬ ছিনতাইকারি গ্রেপ্তার করলো নৌ পুলিশ

৬ ছিনতাইকারি গ্রেপ্তার করলো নৌ পুলিশ
ডন প্রতিবেদন : নৌ পুলিশ নৌ পথের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুর আনুমানিক ১টার দিকে নরসিংদী সিটি কলেজ পড়ুয়া ছাত্র আসিফ আনোয়ার, তাঁর বন্ধু নাবিল ভূঁইয়া এবং বান্ধবি অর্পাসহ ইঞ্জিন চালিত নৌকা দিয়ে করিমপুর থেকে আসার সময় ৯ সদস্যের একটি ছিনতাইকারি দলের খপ্পরে পড়ে। ছিনতাইকারি দলটি নৌকা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ফোন করে আসিফ আনোয়ারের মায়ের কাছ থেকে তার সন্তান মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আসিফ ও তাঁর বান্ধবিকে আটকে রাখে। এই ঘটনার খবর পাওয়ামাত্র স্থানীয় জেলা পুলিশের সহায়তায় নৌ পুলিশ করিম গঞ্জের একটি চৌকস দল সঙ্গেসঙ্গে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে রওনা হয়ে যায় এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৬ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার ৫শ টাকা, ৪টি মোবাইল ফোন, একটি চাপাতি ও একটি স্পিডবোট জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুততম সময়েরমধ্যে আসামি গ্রেপ্তার করে বিপদগ্রস্ত ছাত্রদের নিরাপদে তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ায় তাঁরা নৌ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।