ধামইরহাট ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙ্গালি ভোজ ও গাছের চারা বিতরণ

ধামইরহাট ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙ্গালি ভোজ ও গাছের চারা বিতরণ
ডন প্রতিবেদক, মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটের ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগে এবং তাঁর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে এসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষের মাঝে কাঙালি ভোজ ও ২ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক, জাকারিয়া হোসেন, মিজানুর রহমান, কামাল চৌধুরী, নারি সদস্য রেহেনা বানু, রেবেকা পারভীন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল আতিক কনক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে শোক দিবস উদ্‌যাপনে বর্তমান প্রজন্মের ছেলেমেয়ে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা ও মুজিব আদর্শ ধারণে উদ্বুদ্ধ হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে শোক দিবসের এ রকম আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’