১৫ মার্চ : বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

ডন প্রতিবেদন : আজ ১৫ মার্চ। আজকের দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৭৪তম দিন। এ হিসাবে, বছর শেষ হতে আরও ২৯১ দিন বাকি রয়েছে। আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ঘটনাবলি : ১৪৯৩ : ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চল প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যান। ১৫৪৫ : ট্রেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ১৫৬৪ : মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন। ১৮২০ : যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়। ১৮৪৮ : বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা হয়। ১৮৭২ : ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন হয়। ১৮৯২ : লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯০৬ : রোলস-রয়েস লিমিটেড নিবন্ধনবদ্ধ হয়। ১৯১৭ : রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন। ১৯৩৭ : শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু হয়। ১৯৪৮ : পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদেরসঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন। ১৯৫০ : ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়। ১৯৬১ : দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অব নেশনস থেকে নিজেদের প্রত্যাহার করে। ১৯৭২ : বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ১৯৭৬ : নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত হয়। ১৯৭৯ : ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে। ১৯৮৫ : প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com) ১৯৮৯ : বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়। ১৯৯০ : মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম সভাপতি নির্বাচিত হন। ২০১১ : সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২) এর শুরু হয়। ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। ২০১৭ : বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার পি সারা ওভাল মাঠে নিজেদের ১ শ তম টেস্ট খেলতে নামে। জন্ম : ২৭০ : সেন্ট নিকোলাস, গ্রিক বিশপ জন্মগ্রহণ করেন। ১৭৬৭ : অ্যান্ড্রু জ্যাকসন, ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম সভাপতি জন্মগ্রহণ করেন। ১৭৮৩ : রামকমল সেন, বাঙালি লেখক, দেওয়ান ও অভিধান প্রণেতা জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ০২/০৮/১৮৪৪ খ্রিস্টাব্দ) ১৮৩০ : নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেয়সে জন্মগ্রহণ করেন। ১৮৪১ : প্রতাপচন্দ্র রায়, বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারতসহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৩/০১/১৮৯৫ খ্রিস্টাব্দ) ১৮৫৪ : এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী জন্মগ্রহণ করেন। ১৮৫৬ : বিশিষ্ট বাঙালি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৮৯৭ খ্রিস্টাব্দ) ১৯০২ : কাজিরো ইয়ামামোতো, জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক জন্মগ্রহণ করেন। ১৯০৪ : কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ২৮/১০/২০০২ খ্রিস্টাব্দ) ১৯২০ : নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার এডওয়ার্ড ডোনাল থমাস জন্মগ্রহণ করেন। ১৯২৭ : বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী জন্মগ্রহণ করেন। ১৯৩০ : নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশীয় বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ ইভানোভিচ আলফারভ জন্মগ্রহণ করেন। ১৯৩০ : নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ মার্টিন কারপ্লাস জন্মগ্রহণ করেন। ১৯৩১ : চণ্ডী লাহিড়ী, খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ২০১৮ খ্রিস্টাব্দ) ১৯৪৩ : ডেভিড ক্রোনেনবার্গ, কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা জন্মগ্রহণ করেন। ১৯৫৯ : নাইজেরিয়ার কবি ও লেখক বেন ওকরি জন্মগ্রহণ করেন। ১৯৬৯ : আমেরিকান অভিনেত্রী কিম রাভের জন্মগ্রহণ করেন। ১৯৭৭ : আমেরিকান ডিজে, প্রযোজক ও পরিচালক জো হান জন্মগ্রহণ করেন। ১৯৭৮ : আলজেরীয় অলিম্পিক দৌড়বীর আলি সইদি-সৈফ জন্মগ্রহণ করেন। ১৯৯৩ : ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট জন্মগ্রহণ করেন। ১৯৯৩ : ফরাসি ফুটবলার পল পগবা জন্মগ্রহণ করেন। মৃত্যু : ০০৪৪ : রোমান জেনারেল ও রাজনীতিক জুলিয়াস সিজার। ০২২০ : চীনা যুদ্ধবাজ কাও কাও। ১৫৩৬ : অটোমানের সুলতান পারগালি ইব্রাহিম পাশা। ১৮৪২ : ইতালীয় সুরকার ও তাত্ত্বিক লুইজি চেরুবিনি। ১৯২১ : অটোমান রাজনীতিক ও অটোমান সাম্রাজ্যের ২৮১তম গ্র্যান্ড ভিজিয়েরের মুহাম্মদ তালাত পাশা। ১৯৩৯ : জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক। (জন্ম : ১৩/০৩/১৮৬১ খ্রিস্টাব্দ) ১৯৬২ : নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ আর্থার হোলি কম্পটন। ১৯৮৪ : প্রখ্যাত বাঙালি দার্শনিক কালিদাস ভট্টাচার্য। (জন্ম : ১৯১১ খ্রিস্টাব্দ) ১৯৯৭ : হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী ভিক্টর ভাসারেলয়। ১৯৯৮ : মালতী চৌধুরী, ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী। (জন্ম : ২৬/০৭/১৯০৪ খ্রিস্টাব্দ) ২০০০ : শিল্প ও সাহিত্য জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়। (জন্ম : ১৯০৬ খ্রিস্টাব্দ) ২০০৪ : নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ জন অ্যান্থনি পোপল। ২০০৮ : ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বামধারার রাজনীতিক ও সমাজ সংস্কারক। ২০১৫ : ভারতীয় লেখক ও সমাজকর্মী নারায়ণ দেশাই। দিবস : বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্ব পঙ্গু দিবস।