স্বাস্থ্য উপসচিব : শাল্লা হাসপাতালের সমস্যা সরকারের নজরে আনার চেষ্টা করবো

স্বাস্থ্য উপসচিব : শাল্লা হাসপাতালের সমস্যা সরকারের নজরে আনার চেষ্টা করবো
ডন প্রতিবেদক, হাবিবুর রহমান, শাল্লা (সুনামগঞ্জ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, শাল্লা হাসপাতালের সেবা প্রদানে বিভিন্ন সমস্যা আমাকে জানানো হয়েছে। ‘হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলাম সেবা প্রদানের জন্য যে সকল মৌলিক যন্ত্রপাতি থাকার কথা, তার অনেক কিছুই এখানে নেই। আবার প্রয়োজনীয়সংখ্যক লোকবলেরও অভাব রয়েছে।’ ‘এ হাসপাতালের সেবা প্রদানের ক্ষেত্রে সমস্যাগুলো দূরীকরণে সরকারের নজরে আনার জন্য চেষ্টা করে যাবো।’ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শাল্লা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদেরসঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূঁইঞা জানান, ‘প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবের বিষয়টি স্যারকে জানানো হয়েছে।’ ‘আমরা সীমিত জনবল দিয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা রাখি, তিনি আমাদের সমস্যা সমাধানে সচেষ্ট হবেন।’ এ সময় আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রবিউল আকরাম, মেডিক্যাল কর্মকর্তা ডা. নিরুপম রায় চৌধুরী, ডেন্টাল সার্জন ডা. এস এম ইমরান হাসান সৈকত, উপ-সহকারী মেডিক্যাল কর্মকর্তা ডা. সুমন আহম্মেদসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।