স্বরাষ্ট্রমন্ত্রী : ঢাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুরো ঢাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (২৮ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নবম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকাকে নিরাপদ শহর করার উদ্যোগ নিয়েছি আমরা। যদি এটা করা সম্ভব হয়, এরপর চট্টগ্রাম ও রাজশাহীকে করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এতে আমরা বিশেষ করে ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ সবকিছুতেই সুবিধা পাবো।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। সকলকে ট্রাফিক আইন মানতে হবে। যানবহনে সিট বেল্ট ব্যবহার ও সড়কে গতি মেনে চলার আইন রয়েছে। কিন্তু অনেকেই এ আইন মেনে চলি না। আইন অমান্য করলে পুলিশ জরিমানা করছে। কিন্ত তার চেয়ে বেশি দরকার সবার সচেতনতা। আমরা যদি সচেতন হই, যদি আইন মেনে চলি, যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারবো। আর সবাই সচেতন হলে দুর্ঘটনা ও মৃত্যুহার কমবে আসবে।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদের সড়ক আইন মেনে চলতে হবে। সেজন্যই ঢাকার বাইরে অনেকগুলো শাখা করেছি, যেনো তাঁরা সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই সড়ক দুর্ঘটনায় কমাতে সবাইকে মিলে প্রচেষ্টা চালাতে হবে।