সৈয়দুল ইসলামের কবিতা খুকুমণি।

সৈয়দুল ইসলামের কবিতা খুকুমণি।

নূপুর পায়ে খুকুমণি 
খেলছে পুতুল দিয়ে,
বর ও কনে সাজিয়ে ফের
দিচ্ছে তাঁদের বিয়ে।

হাসিমাখা মুখটি নিয়ে
ছুটছে হেলেদুলে,
মায়ের মুখটি দেখেই খুকু
সবকিছু যায় ভুলে।

খুকুমণি চোখের মণি
সবার প্রিয় বটে,
চেহারাতে নয়নকাড়ে
পাড়ায় সুনাম রটে।

খুকুমণির কণ্ঠে শুনি
মা মাটিরই গান,
গানটি শুনে হৃদয়ভরে
শীতল হয় যে প্রাণ।

ঠিকানা : হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।