প্যারিস অলিম্পিকে সেরা যুক্তরাষ্ট্র, চীন ও জাপান

প্যারিস অলিম্পিকে সেরা যুক্তরাষ্ট্র, চীন ও জাপান

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : জমকালো আয়োজনে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। দু'সপ্তাহের বেশি সময় ধরে পুরো বিশ্বকে আকৃষ্ট করে রেখেছিলো 'বিগেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় চীন, তিন নম্বরে জাপান ও চারে অস্ট্রেলিয়া ও পাঁচ নম্বরে আয়োজক দেশ ফ্রান্স। 

এ ছাড়া জার্মানি আছে ১০ নম্বর স্থানে। একটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ৭১তম স্থানে আছে ভারত। একটি সোনা পেয়ে পাকিস্তান আছে ৬২তম স্থানে। কোনও পদক পায় নি বাংলাদেশ।

প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট মেয়েদের বাস্কেটবলে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। তার ফলে তাঁদের সোনার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪০ এ। চীনও ৪০টি সোনা জিতেছে। দুই দেশ সমানসংখ্যক সোনা জিতলেও যুক্তরাষ্ট্র ৪৪টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে। মোট ১২৬টি পদক জিতেছে মার্কিনিরা। চীন সেখানে ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ। মোটা ৯১টি পদক নিয়ে দ্বিতীয়স্থানে আছে তাঁরা।

জাপান পেয়েছে ২০টি সোনা, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ। অস্ট্রেলিয়া পেয়েছে ১৮টি সোনা, ১৯টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ। স্বাগতিক ফ্রান্সের ঝুলিতে আছে ১৬টি সোনা, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জ।

যুক্তরাজ্য ১৪টি সোনা, ২২টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ পেয়ে সপ্তম স্থানে আছে। আট নম্বরে থাকা রিপাবলিক অব কোরিয়া ১৩টি সোনা, নয়টি রুপা ও ১০টি ব্রোঞ্জ পেয়েছে। ১০ নম্বরে থাকা জার্মানি পেয়েছে ১২টি সোনা, ১৩টি রুপা ও আটটি ব্রোঞ্জ।