স্বাধীনতা : কালাম আঝাদ

স্বাধীনতা : কালাম আঝাদ

মানুষের ক্ষতি না করে মানুষ যা-ই করতে চায়
তা করতে পারার নামই স্বাধীনতা
আমি তোমাকে চাই
তোমাদেরকে চাই
এরই নাম স্বাধীনতা
আমি মানুষের উপকার করবো
যখন তখন করবো
তা করতে পারার নামই স্বাধীনতা
একজন নারী রাত ৩টেয় বের হবে
তা করতে পারার নামই স্বাধীনতা
একজন নারী ও একজন পুরুষ এক কক্ষে থাকবে
রুম ভাগাভাগি করবে
তা করতে পারার নামই স্বাধীনতা
আমি সারাদিন আনন্দে থাকবো
সারারাত আনন্দে থাকবো
তা করতে পারার নামই স্বাধীনতা
পৃথিবীর সকল মানুষের দুঃখ আমি মুছে দেবো
ধীরে ধীরে মুছে দেবো
তা করতে পারার নামই স্বাধীনতা
আমি পৃথিবীর সকল মানুষকে পূর্ণতা দেবো
তা করতে পারার নামই স্বাধীনতা
আমি আকাশটাকে এনে পৃথিবীটাকে সাত রঙে রাঙিয়ে দেবো
আর এরই নাম স্বাধীনতা।