সাত পদ্য : কালাম আঝাদ

সাত পদ্য : কালাম আঝাদ

১.
আমি আমাকে দেখানোর জন্য
আপনাদের জন্য কাজ করি না
আপনাদের জন্য কাজ করি
আপনাদের মঙ্গল ও সফলতার তরে।

আমাকে দেখার জন্য উদগ্রীবের
প্রয়োজন নেই
আপনাকে দেখার জন্য উদগ্রীব হোন
নিজেকে সুন্দর করে গড়ে তুলুন।
তাহলে আপনার মাঝেই আমাকে খুঁজে পাবেন।

আমি আপনাদের জন্য কাজ করি
এখানে, ওখানে, সেখানে
যেখানেই আমাকে দেখবেন
আপনাদের মঙ্গল কামনা দেখতে পাবেন।

নীল ও গেরুয়ার মঙ্গলের তরে
কাজ করে যাবো আমি জীবন ভরে।

২.
তোমার বাসায় সকালের ঘণ্টাধ্বনি
আলোকিত করলো মন
ওই নারী ও নর খুশি হয়েছেন
মঙ্গলে ভরে উঠুক তোমাদের জীবন।

৩.
জানালা দিয়ে তাকালে দেখি
নীল আকাশ আর
সুন্দর রঙের বাড়িগুলো
বারান্দায় সবুজ পাতায়
লাল গোলাপের সঙ্গে
গেরুয়াও হাসছে।
পাশেই আছে নীল রঙা ভবন।

৪. 
গাড়িতে আপনার সুমিষ্ট হাসি
আপনি অর্জন করুন সব
আপনি জীবন বাহনে এগিয়ে যান সুন্দর গতিতে
আপনার সকলকিছু হয়ে উঠুক অর্জনময়।

৫.
বিমানে পাশে বসা রমণী
আপনার সুন্দরতর মন
আপনার তরে শুভ কামনা
আপনি হোন সুন্দর মনের মানুষের আপন।

৬.
কাকগুলো আমায় ভালোবাসে বড্ডবেশি
তাঁদের কা কা ধ্বনিতে আমি আমাকে ডাকার শব্দ পাই
তাঁদের ওই কালো রঙ অমলিন
কাক কালো বলে তাঁকে ছুঁড়ে ফেলা যায় না
তাঁরা কোকিলের চেয়েও সুন্দর।
এ ধরায় যাঁদের পিছিয়ে পড়া মনে হয়
তাঁদের এগিয়ে না ধরলে
আমরা এগুবো কেমন করে।

৭.
সুস্থ, সুন্দর, প্রেমময়
হোক আপনাদের জীবনজয়।